শনিবার (০৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির বরিশাল জেলার সভাপতি মো. আতিকুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান, প্রচার সম্পাদক মো. আবুল বাশার প্রমুখ।
বক্তারা বলেন- ইউনিয়ন পরিষদের সচিব সরকারের নিয়োগ প্রাপ্ত কর্মচারী। আর কিছু সংখ্যক লোক তাদের অসাধু কার্যকলাপ সম্পাদন করার লক্ষে এসব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও নির্যাতন করছে।
গত ৪ এপ্রিল বরিশাল জেলার মুলাদী উপজেলার ২নং নাজিরপুর ইউপি চেয়ারম্যান হাসানাত জাপানের হাতে লাঞ্ছিত হন ওই ইউনিয়ন পরিষদের সচিব মেজবাহ উদ্দিন।
মানববন্ধনে বক্তারা মুলাদী উপজেলার ২নং নাজিরপুর ইউপি চেয়ারম্যান হাসানাত জাপানকে গ্রেফতারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নতুবা তারা ৭ দিনের আল্টিমেটাম দিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এমএস/বিএস