ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ইউপি সচিব লাঞ্ছিত হওয়ায় বরিশালে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
ইউপি সচিব লাঞ্ছিত হওয়ায় বরিশালে মানববন্ধন

বরিশাল: মুলাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের হাতে ইউপি সচিব লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (০৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।  

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির বরিশাল জেলার সভাপতি মো. আতিকুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান, প্রচার সম্পাদক মো. আবুল বাশার প্রমুখ।

বক্তারা বলেন- ইউনিয়ন পরিষদের সচিব সরকারের নিয়োগ প্রাপ্ত কর্মচারী। আর কিছু সংখ্যক লোক তাদের অসাধু কার্যকলাপ সম্পাদন করার লক্ষে এসব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও নির্যাতন করছে।

গত ৪ এপ্রিল বরিশাল জেলার মুলাদী উপজেলার ২নং নাজিরপুর ইউপি চেয়ারম্যান হাসানাত জাপানের হাতে লাঞ্ছিত হন ওই ইউনিয়ন পরিষদের সচিব মেজবাহ উদ্দিন।

মানববন্ধনে বক্তারা মুলাদী উপজেলার ২নং নাজিরপুর ইউপি চেয়ারম্যান হাসানাত জাপানকে গ্রেফতারের পাশাপাশি দৃষ্টান্তম‍ূলক শাস্তির দাবি জানান। নতুবা তারা ৭ দিনের আল্টিমেটাম দিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এমএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ