ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

সাঈদীর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
সাঈদীর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত সাঈদীর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত

মুন্সীগঞ্জ: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদী যে অপরাধ করেছেন, তাতে তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।

শনিবার (০৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেশ কয়েকটি উচ্চ বিদ্যালয়, মন্দির ও মাদ্রাসা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এসময় তিনি বিভিন্ন স্কুলের লাইব্রেরির জন্য মুক্তিযুদ্ধের ১৫টি দলিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদ হাসান চৌধুরী পরাগ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, কামার খাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন হালদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসময় তার সঙ্গে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ