রোববার (০৯ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ফায়ার সার্ভিস কার্যালয়ে সামনে এ দুঘর্টনা ঘটে।
নিহত খোরশেদ আলম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের ফজলুল হকের ছেলে এবং চৌদ্দগ্রাম দলিল লেখক সমিতির সভাপতি ভেন্ডার আলী আহম্মদের জামাতা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে চৌদ্দগ্রাম বাজারের রেজিস্ট্রি অফিসে যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক চাপা দিলে খোরশেদ আলম আহত হন। স্থানীয়রা গুরুতর অবস্থায় খোরশেদকে উদ্ধার করে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নিয়ে যান। পরে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বাংলানিউজকে জানান, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
জিপি/টিআই