রোববার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অর্থিক সহায়তা দেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন।
জানা যায়, বিদ্যুতস্পৃষ্টে নিহতদের পরিবারকে সরকারিভাবে ২০ হাজার ও স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেনের ব্যক্তিগত তহবিল থেকে ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।
এর আগে, সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ব্যক্তিগতভাবে প্রতিটি পরিবারকে একটি লুঙ্গি ও একটি করে শাড়ি দেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ সারওয়ার হায়াত খাঁন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।
৫ এপ্রিল উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাছিম বাজার এলাকায় বিদ্যুৎ বিভাগের নির্দেশে ১১ কেভি লাইনের মেরামত করতে গিয়ে কলেজ ছাত্রসহ চার শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ইতোমধ্যে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি দল তদন্তের কাজ শুরু করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এনটি