ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৪ জনের পরিবার পেল অর্থ সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৪ জনের পরিবার পেল অর্থ সহায়তা হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎ বিভাগের অবহেলায় কলেজছাত্রসহ চার জনের মৃত্যুর ঘটনায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ৪০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

রোববার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অর্থিক সহায়তা দেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন।

জানা যায়, বিদ্যুতস্পৃষ্টে নিহতদের পরিবারকে সরকারিভাবে ২০ হাজার ও স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেনের ব্যক্তিগত তহবিল থেকে ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

এর আগে, সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ব্যক্তিগতভাবে প্রতিটি পরিবারকে একটি লুঙ্গি ও একটি করে শাড়ি দেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ সারওয়ার হায়াত খাঁন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।

৫ এপ্রিল উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাছিম বাজার এলাকায় বিদ্যুৎ বিভাগের নির্দেশে ১১ কেভি লাইনের মেরামত করতে গিয়ে কলেজ ছাত্রসহ চার শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ইতোমধ্যে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি দল তদন্তের কাজ শুরু করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।