রোববার (৯ এপ্রিল) বিকেলে নিহত স্বপনের মরদেহ খিলগাঁও এবং নাজমার মরদেহ মতিঝিল থেকে উদ্ধার করা হয়।
পরে মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুল হক সুমন বাংলানিউজকে বলেন, খিলগাঁও তিলপা পাড়া, রোড নং ১৬ বাড়ি নং ৯৯/এ- ছয়তলা বাড়ির দ্বিতীয় তলা থেকে স্বপনের গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত স্বপনের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, শেয়ার বাজার ব্যবসায় লোকসান দিয়ে হতাশ হয়ে স্বপন আত্মহত্যা করে থাকতে পারেন।
এদিকে, মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিবুর রহমান জানান, মতিঝিল ৩৪নং দক্ষিণ কমলাপুর এলাকার একটি বাসা নিহত নাজমার মরদেহ উদ্ধার করা হয়। তার স্বামী জাকির হোসেনকে নিয়ে কমলাপুরে টিন শেড একটি বাড়িতে থাকতেন। তার মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে, প্রাথমিকভাবে কোনো কারণ জানা যায়নি।
দু’জনের মরদেহ ঢামেকে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে দু’জনের মৃত্যুর আসল কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
টিআই