ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
রাজধানীতে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার মানচিত্র

ঢাকা: রাজধানীতে পৃথক ঘটনায় আমিনুল ইসলাম স্বপন (৩৫) ও নাজমা আক্তার (৪৫) নামে দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ এপ্রিল) বিকেলে নিহত স্বপনের মরদেহ খিলগাঁও এবং নাজমার মরদেহ মতিঝিল থেকে উদ্ধার করা হয়।

পরে মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুল হক সুমন বাংলানিউজকে বলেন, খিলগাঁও তিলপা পাড়া, রোড নং ১৬ বাড়ি নং ৯৯/এ- ছয়তলা বাড়ির দ্বিতীয় তলা থেকে স্বপনের গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত স্বপনের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, শেয়ার বাজার ব্যবসায় লোকসান দিয়ে হতাশ হয়ে স্বপন আত্মহত্যা করে থাকতে পারেন।

এদিকে, মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিবুর রহমান জানান, মতিঝিল ৩৪নং দক্ষিণ কমলাপুর এলাকার একটি বাসা নিহত নাজমার মরদেহ উদ্ধার করা হয়। তার স্বামী জাকির হোসেনকে নিয়ে কমলাপুরে টিন শেড একটি বাড়িতে থাকতেন। তার মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে, প্রাথমিকভাবে কোনো কারণ জানা যায়নি।

দু’জনের মরদেহ ঢামেকে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে দু’জনের মৃত্যুর আসল কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।