ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় বাস-নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ২

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
পাথরঘাটায় বাস-নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় বাস-নসিমন মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন।

রোববার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাথরঘাটা-ঢাকা মহাসড়কের কেরামতপুর তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনগচটকী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নসিমন চালক মো. মিজান (৩৫) ও বরগুনার বামনা চালিতাবুনিয়া এলাকার মো. রাসেল (২৮)।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় পাথরঘাটা-ঢাকা মহাসড়কে কেরামতপুর তেলের পাম্প এলাকায় বাস-নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই জন নিহত ও পাঁজ জন গুরুতর আহত হন।

ঘটনাস্থল থেকে নসিমন ও বাস আটক করা হয়েছে। তবে বাসের চালককে আটক করা সম্ভব হয়নি। আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।