ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ফুটপাত-রাস্তায় গাড়ি রাখায় ৫ চাল‌কের জ‌রিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
ফুটপাত-রাস্তায় গাড়ি রাখায় ৫ চাল‌কের জ‌রিমানা সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান/ছবি: কাশেম হারুন

ঢাকা: ফুটপাত ও রাস্তার উপর অবৈধভাবে গাড়ি পার্ক করায় পাঁচ চালককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৯ এ‌প্রিল) সন্ধ্যায় গুলশান ৫০ নম্বর রোডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা সময় এ জরিমানা করেন। প্র‌ত্যেকের কাছ থেকে নিয়ে নেওয়া হয় গাড়ির চাবি।

জরিমানা অনাদায়ে প্র‌ত্যেককে দেওয়া হয়েছে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড।

জরিমানার বিষয়ে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার বাংলানিউজকে বলেন, ফুটপাত ও  রাস্তা  অবৈধভাবে দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানো এবং একইসঙ্গে ট্রাফিক আইন ভঙ্গ করায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর অধীনে পাঁচটি প্রাইভেটকারের প্রত্যেক চালককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

ঢাকার সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান/ছবি: কাশেম হারুনতিনি  আরও বলেন, অভিযানের আগেই ওই এলাকায় সবাইকে সতর্ক করা হয়েছিল। তারা কেউ শোনেনি। তাই প্রত্যেককে জরিমানা করা হয়েছে। জরিমানা দিলে তাদের ছেড়ে দেওয়া হবে।

ডিএনসিসির এ অভিযান সব এলাকায় অব্যাহত থাকবে  বলেও জানান তিনি।

যেসব  গাড়ির চালককে জরিমানা করা হয়েছে সেগুলো হলো- ঢাকা মে‌ট্রো ঘ-১৩-৫৬৯৬, ঢাকা মে‌ট্রো গ-২৯-৪৯০৭, ঢাকা মে‌ট্রো চ-৫৩-৩৭৯৬ । এসব গাড়ির মালিক ও চালকদের ডিএনসিসি কার্যালয়ে যেতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা,এ‌প্রিল ০৯, ২০১৭
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।