তবে বিকল্প সড়ক থাকায় বরিশাল-পটুয়াখালী রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
পাশাপাশি সড়ক ও জনপথ অধিদফতরের প্রকৌশল বিভাগ রাতের মধ্যে ব্রিজটি মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নুল আবেদিন।
তিনি বাংলানিউজকে জানান, ওই বেইলি ব্রিজ দিয়ে হালকা থেকে ভারি সকল ধরনের যানবাহন চলাচল করে। রোববার (০৯ এপ্রিল) দুপুরে ব্রিজটির একটি পাত দুর্বল হয়ে বেঁকে যায়। এ সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন শেষে দুর্ঘটনা এড়াতে তিনি ব্রিজটির ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
বর্তমানে যানবাহনগুলো বাকেরগঞ্জের সদর রোড হয়ে বিকল্প পথে চলাচল করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো জানান, প্রকৌশল বিভাগ সন্ধ্যার মধ্যে কাজ শুরু করে রাতের মধ্যেই এটি যান চলাচলের উপযোগী করে দেবে বলে জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘন্টা, এপ্রিল ০৯, ২০১৭
এমএস/এএসআর