ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

হাসিনা-প্রণব সাক্ষাৎ, এরপর নৈশভোজে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
হাসিনা-প্রণব সাক্ষাৎ, এরপর নৈশভোজে শেখ হাসিনা ও প্রণব মুখার্জির সাক্ষাতের পুরনো ছবি

নয়াদিল্লি থেকে: ভারত সফরে এসে তিন দিন ধরে রাষ্ট্রপতি ভবনে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও সে ভবনেরই বাসিন্দা। এই তিন দিনে অনেকবার দেখা হয়েছে নিশ্চয়। সংবাদমাধ্যমে খবর আছে, ভাপে রান্না ইলিশ, নিজ হাতেই রান্না করে প্রণব মুখার্জিকে খাইয়েছেন শেখ হাসিনা। দীর্ঘ পারিবারিক সম্পর্কও যে রয়েছে। 

তবে এবার হলো আনুষ্ঠানিক সাক্ষাৎ। রোববার (৯ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় সাড়ে ৭টা) রাষ্ট্রপতি ভবনেরই উত্তর ড্রয়িং রুমে শেখ হাসিনা সাক্ষাতে বসেন প্রণবের সঙ্গে।

বেশ কিছু সময় তারা কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও পররাষ্ট্র সচিব শহীদুল হক।  

এই সাক্ষাতের পরপরই শেখ হাসিনার কর্মসূচিতে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান। রাষ্ট্রপতি ভবনের অশোকা হলে এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আর তার পর ভবনের ব্যাঙ্কুয়েট হলে আয়োজন করা হয়েছে নৈশভোজের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ থেকে আসা সফরসঙ্গীদের অনেককেই এই দু’টি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।  

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, নৈশভোজের জন্য আয়োজনে সারাদিনই ব্যস্ত ছিলেন পাচকদল। চিতল মাছের মুইঠ্যা, চিংড়ির মালাইকারি, ভেটকি মাছের পাতুরি থাকবে এই আয়োজনে। এর বাইরে উত্তর ভারতীয় গোশত ইয়াখনি, রাইজিনা কোফতা, মুর্গ দরবারি প্রভৃতিও থাকছে খাবারের আয়োজনে।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এইচএ/এমএমকে

আরও পড়ুন
** শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে সোনিয়া-রাহুল
** নৈশভোজে হাসিনার জন্য ব্যস্ত ৩২ পাচক​
** আজমীর শরিফ জিয়ারত করলেন প্রধানমন্ত্রী​
** সকালে আজমীর যাচ্ছেন হাসিনা, সন্ধ্যায় প্রণবের নিমন্ত্রণ
** হাসিনা-মমতা সাক্ষাৎ, কথা হলো তিস্তা ও অন্যান্য প্রসঙ্গে
** বাংলাদেশ-ভারত বন্ধন ভ্রাতৃত্বের, যৌথ ঘোষণা
** ভারতীয় সেনাদের আত্মত্যাগে বাংলাদেশ চির কৃতজ্ঞ​
** ৩৬ চুক্তি, সমঝোতা স্মারক সই, এলওসি ৫ বিলিয়ন ডলার

** মুক্তিযোদ্ধাদের জন্য মোদির তিন ঘোষণা
** ৪.৫ বিলিয়ন ডলার ঋণ দেবে ভারত
** ঢাকা-দিল্লি যৌথ ঘোষণায় সম্পর্কের সব বিষয় সমন্বয়​
** যে যে বিষয়ে ২২ চুক্তি-স্মারক
** প্রযুক্তিতে দু’দেশের তরুণপ্রজন্মকে যুক্ত করতে হবে

** মুক্তিযুদ্ধে ভারতীয় শহীদদের সম্মাননা দিলো বাংলাদেশ
** ভারত আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী
** এ সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেবে
** তিস্তা ‘গুরুত্বপূর্ণ’: মোদি, শিগগির ‘সমাধান’: হাসিনা
** বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানালেন মোদি
** বাংলাদেশ-ভারত ২২ চুক্তি সই
** ভারতীয় সেনাদের সম্মাননার সিদ্ধান্ত হৃদয় ছুঁয়েছে
** হিন্দিতে বঙ্গবন্ধুর আত্মজীবনীর মোড়ক উন্মোচন 
** গান্ধীজি অনুপ্রেরণার প্রতীক, লিখলেন হাসিনা​
** শেখ হাসিনাকে গার্ড অব অনার নয়াদিল্লিতে
** আজ আনুষ্ঠানিক অভ্যর্থনা, একান্ত বৈঠক ও চুক্তি স্বাক্ষর
**হাসিনার সঙ্গে সুষমা স্বরাজের সাক্ষাৎ
** প্রণব-মোদি-সোনিয়াদের জন্য ঝুড়ি ঝুড়ি উপহার হাসিনার
** আমি অভিভূত, বললেন প্রধানমন্ত্রী
** সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দৃঢ়প্রতিজ্ঞ মোদি
** দিল্লিতে হাসিনার আগমনে মোদির চমক
** তিস্তা চুক্তির বিষয়ে আশাবাদী শেখ হাসিনা

** দিল্লিতে হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন মোদি
** নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
** হাসিনার শহীদ সম্মাননা তালিকায় অংশুয়ার বদলে সুগন সিং

** প্রধানমন্ত্রীকে নিয়ে দিল্লির পথে ডানা মেললো আকাশপ্রদীপ​
** দু’দেশের বন্ধুত্ব নতুন উচ্চতায় নেবে হাসিনার সফর
** ৬ মন্ত্রী ২৫ সচিবসহ ৩৫১ সফরসঙ্গী প্রধানমন্ত্রীর

**ভারতীয় ৭ শহীদের স্বজনদের ক্রেস্ট দেবেন প্রধানমন্ত্রী
** গুরুত্বপূর্ণ সফরে শুক্রবার দিল্লি যাচ্ছেন হাসিনা 
** মমতা রাজি না হলে কেন্দ্রের সিদ্ধান্তে রফা তিস্তা ইস্যুর
** তিস্তায় কত জল!
** শেখ হাসিনার আগমন ঘিরে নয়াদিল্লিতে সাজ সাজ রব
** শহীদ সম্মাননা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলায়
** সোনিয়ার সঙ্গে রাহুলও আসছেন হাসিনা সাক্ষাতে

** ‘তিস্তার পানিবণ্টন চুক্তি অসম্ভব নয়’
**তিস্তা চুক্তির বিষয়ে আশাবাদী শেখ হাসিনা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।