রোববার (৯ এপ্রিল) সন্ধ্যায় চার্জশিট জমা দেওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান।
তিনি জানান, ম্যাজিস্ট্রেট চার্জশিটের শুনানি করবেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার (৬ এপ্রিল) কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোক্তারুল আলম জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহর আদালতে চার্জশিট জমা দেন।
এর আগে, ২১ ফেব্রুয়ারি আব্দুল কাদের খাঁনকে বগুড়ায় অবস্থিত তার স্ত্রীর মালিকানাধীন গরীব শাহ ক্লিনিক থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর ২২ ফেব্রুয়ারি তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে থাকা অবস্থার চতুর্থ দিনে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে লিটন হত্যার দায় স্বীকার করেন আব্দুল কাদের খাঁন।
পুলিশি রিমান্ডের সময় জিজ্ঞাসাবাদে কাদের খাঁনের দেওয়া তথ্য অনুযায়ী তার গ্রামের বাড়ির (ছাপরহাটি) উঠানের গর্ত থেকে ৬ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ পিস্তুল উদ্ধার করা হয় বলেও জানান ওসি।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহবাজ (মাস্টারপাড়া) গ্রামের নিজ বাড়িতে আততায়ীদের গুলিতে নিহত হন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় লিটনের বড় বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে ১ ডিসেম্বর সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ০৯ এপ্রিল, ২০১৭
আরএ