ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ১৭ দোকানকে ৪০ হাজার জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
ময়মনসিংহে ১৭ দোকানকে ৪০ হাজার জরিমানা

ময়মনসিংহ: ময়মনসিংহে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত রয়েছে।

অভিযানের অষ্টমদিন রোববার (০৯ এপ্রিল) দুপুরে নগরীর ধোপাখোলা মোড় থেকে চরপাড়া পর্যন্ত রাস্তার দু’পাশে সব অবৈধ দখল সরিয়ে দেওয়া হয়।

এ সময় অভিযানে ১৭টি দোকান ও একটি নির্মাণাধীন বাড়ির মালিককে অবৈধ দখলের জন্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ ও দণ্ডবিধি ১৮৬০ অনুসারে ৩৯ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল বিন করিম অভিযানের নেতৃত্ব দেন।

তিনি জানান, জরিমানার পাশাপাশি ওই এলাকার ফুটপাত ও রাস্তায় অবৈধভাবে স্থাপিত বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়।  

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।