রোববার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় দিকে বরিশাল নগরের স্ব-রোডে এ ঘটনা ঘটে। আহত সাজ্জাদকে উদ্ধার করে বেলা ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সাজ্জাদ জানান, সিনিয়র-জুনিয়র নিয়ে দশম শ্রেণির ছাত্র অনিকের সঙ্গে বিরোধ দেখা দিলে সকালে তাকে একটি থাপ্পড় মারে। এ ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে অপর দুই ছাত্রকে দিয়ে তাকে স্কুলের পাশে ডেকে নিয়ে গিয়ে খুর দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায় অনিক।
মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ উপ-পরিদর্শক (এসআই) রেদওয়ান বাংলানিউজকে বলেন, অভিযান চালিয়ে হামলাকারী স্কুলছাত্র অনিককে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এমএস/জিপি/এএ