ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে স্কুলছাত্রের খুরের আঘাতে সহপাঠী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
বরিশালে স্কুলছাত্রের খুরের আঘাতে সহপাঠী আহত

বরিশাল: সিনিয়র-জুনিয়র জটিলতা কেন্দ্রে করে টাউন মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলছাত্রের ধারালো খুরের আঘাতে গুরুতর আহত হয়েছে একই বিদ্যালয়ের কেবিনেট সদস্য নবম শ্রেণির ছাত্র মো. হাবিবুল ইসলাম সাজ্জাদ (১৭)।

রোববার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় দিকে বরিশাল নগরের স্ব-রোডে এ ঘটনা ঘটে। আহত সাজ্জাদকে উদ্ধার করে বেলা ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সাজ্জাদ জানান, সিনিয়র-জুনিয়র নিয়ে দশম শ্রেণির ছাত্র অনিকের সঙ্গে বিরোধ দেখা দিলে সকালে তাকে একটি থাপ্পড় মারে। এ ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে অপর দুই ছাত্রকে দিয়ে তাকে স্কুলের পাশে ডেকে নিয়ে গিয়ে খুর দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায় অনিক।

মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ উপ-পরিদর্শক (এসআই) রেদওয়ান বাংলানিউজকে বলেন, অভিযান চালিয়ে হামলাকারী স্কুলছাত্র অনিককে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এমএস/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।