রোববার (০৯ এপ্রিল) দুপুরে রামগতি আহমদিয়া কলেজ প্রাঙ্গণে উপজেলা কমিউনিটি পুলিশিং সেল এ সমাবেশের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন।
কমিউনিটি পুলিশের রামগতি উপজেলা কমিটির সভাপতি মো. জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, রামগতি পৌরসভার মেয়র মো. মেজবাহ উদ্দিন মেজু।
কমিউনিটি পুলিশের রামগতি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. সোয়ায়েব হোসেন খন্দকারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন লক্ষ্মীপুরের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. সাইফুল মালিক, মো. সোহেল পারভেজ, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন, চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন, উপজেলা সদরের আলেকজান্ডার বাজার জামে মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া, রামগতি আহমদিয়া কলেজের অধ্যক্ষ জামশেদা জাং চৌধুরী, রামগতি রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জেম হোসেন, চর রমিজ রশিদিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওয়ালি উল্লাহ, রামগতি আছিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক ও চর আফজল আজাদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মানজুর আহমদ প্রমুখ।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে অংশ গ্রহণকারীরা জঙ্গিবাদকে না বলে, রুখে দাঁড়াবার অঙ্গীকার ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
আইএ