ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে ৩২০ কেজি জাটকাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
বরিশালে ৩২০ কেজি জাটকাসহ আটক ২ বরিশালে ৩২০ কেজি জাটকা জব্দ

বরিশাল: বরিশালের কাউনিয়া থানাধীন তালতলী এলাকায় অভিযান চালিয়ে ৩২০ কেজি জাটকাসহ দুই মাছ বিক্রিতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

রোববার (০৯ এপ্রিল) দুপুরে আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

তারা হলেন, বরিশাল সদর উপজেলার চর গোপালপুরের বাসিন্দা মো. হালিম খান (২৮) ও বরিশাল সদরের রসুলপুর এলাকার চয়ন চন্দ্র সমাদ্দার (১৮)।

সন্ধ্যা ৭টায় র‌্যাব থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে তালতলী এলাকা থেকে ৩২০ কেজি জাটকাসহ দুই মাছ বিক্রেতাকে আটক করা হয়। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হুসেইন খাঁন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

জব্দ করা জাটকা বরিশাল জেলার সদর থানার বিভিন্ন মাদ্রাসা লিল্লাহ বোডিং, এতিমখানা, শিশু সদন এবং গরীব মানুষদের মধ্যে বিতরণ করা হয়। এ সময় মৎস্য কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এমএস/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।