রোববার (৯ এপ্রিল) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- লালবানু ও মো. সেন্টু।
পারভেজুর রহমান জুমন বাংলানিউজকে বলেন, মাদক সেবনের সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আইন্তা এলাকা থেকে লালবানু ও মো. সেন্টুকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে লালবানুকে সাত দিন ও মো. সেন্টুকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
এসময় তাকে সহযোগিতা করেন ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ফজলুল হক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) সেলিম মোল্লা।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এনটি