ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ২ মাদকসেবীর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
কেরানীগঞ্জে ২ মাদকসেবীর কারাদণ্ড

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে মাদক সেবনের অপরাধে দুই জনকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৯ এপ্রিল) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- লালবানু ও মো. সেন্টু।

পারভেজুর রহমান জুমন বাংলানিউজকে বলেন, মাদক সেবনের সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আইন্তা এলাকা থেকে লালবানু ও মো. সেন্টুকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে লালবানুকে সাত দিন ও মো. সেন্টুকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এসময় তাকে সহযোগিতা করেন ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ফজলুল হক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) সেলিম মোল্লা।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।