ইউনুছ দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার সাতনি গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
বিজ’র রামগঞ্জ শাখার ব্যবস্থাপক গাজিউল হক জানান, উপজেলার ভাদুর ইউনিয়নের মাঠ কর্মকর্তা মো. ইউনুছ সকাল থেকে ঋণ গ্রহীতাদের কাছ থেকে টাকা উত্তোলন করেন।
এ সময় তারা টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যাগটি না দিতে চাইলে দুর্বৃত্তরা তার বাম পায়ে গুলি করে টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় লোকজন ইউনুছকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, ওনজিওর শাখা ব্যবস্থাপক বিষয়টি জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এমজেএফ