ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে এনজিও কর্মকর্তাকে গুলি করে টাকা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
লক্ষ্মীপুরে এনজিও কর্মকর্তাকে গুলি করে টাকা ছিনতাই

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ‘বিজ’ নামে এক এনজিও‘র মাঠ   কর্মকর্তা মো. ইউনুছকে গুলি করে এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার (০৯ এপ্রিল) বিকেলে উপজেলার ভাদুর এলাকার মধ্য রাজারামপুর   গ্রামের পাটওয়ারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ইউনুছ দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার সাতনি গ্রামের আবদুস সাত্তারের ছেলে।

বিজ’র  রামগঞ্জ শাখার ব্যবস্থাপক গাজিউল  হক জানান, উপজেলার ভাদুর ইউনিয়নের মাঠ কর্মকর্তা মো. ইউনুছ সকাল থেকে ঋণ গ্রহীতাদের কাছ থেকে টাকা উত্তোলন করেন।

বিকেলে কাজ শেষে তিনি মোটরসাইকেলে করে রামগঞ্জে আসছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তার   গতিরোধ  করে।

এ সময় তারা টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যাগটি না দিতে চাইলে দুর্বৃত্তরা তার বাম পায়ে গুলি করে টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয় লোকজন ইউনুছকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, ওনজিওর শাখা ব্যবস্থাপক বিষয়টি জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।