রোববার (৯ এপ্রিল) বিকেলে জেলা সদরের মিজানপুর ইউনিয়নের সূর্যনগর রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শাহিন মিজানপুর ইউনিয়নের দয়াল নগর গ্রামের মো. আইয়ুব আলী শিকদারের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের দুই নম্বর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বাংলানিউজকে জানান, সূর্যনগর রেল গেটের পাশে মো. আব্দুল কাদের জিলানীর স’মিলের সামনে পাকা রাস্তায় শাহিন মাদকসহ অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ০৯ এপ্রিল, ২০১৭
আরএ