ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ইয়াবাসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
রাজবাড়ীতে ইয়াবাসহ বিক্রেতা আটক

রাজবাড়ী: রাজবাড়ীতে ১০৫ পিস ইয়াবাসহ মো. শাহিন শিকদার (৩০) নামে এক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাট‍ালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (৯ এপ্রিল) বিকেলে জেলা সদরের মিজানপুর ইউনিয়নের সূর্যনগর রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।  

আটক শাহিন মিজানপুর ইউনিয়নের দয়াল নগর গ্রামের মো. আইয়ুব আলী শিকদারের ছেলে।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের দুই নম্বর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বাংলানিউজকে জানান, সূর্যনগর রেল গেটের পাশে মো. আব্দুল কাদের জিলানীর স’মিলের সামনে পাকা রাস্তায় শাহিন মাদকসহ অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ০৯ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।