ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে আহত ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
সিরাজগঞ্জে দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে আহত ৫ সিরাজগঞ্জে দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে আহত ৫-ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জ সদর উপজেলার সয়বাদাদে পাওয়ার প্লান্টের মালামালের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

রোববার (০৯ এপ্রিল) সন্ধ্যার পর সয়দাবাদ পুনর্বাসন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ননবীদুল ইসলাম ও প্রত্যক্ষদর্শরীরা জানান, বিদ্যু‍ৎ প্লান্টের ইট-বালু-সিমেন্টসহ বিভিন্ন মালামাল সরবরাহের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে ইউপি সদস্য মাসুদ গ্রুপ ইউপি সদস্য আজিজ মণ্ডল গ্রুপের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়।

এতে দুই পক্ষের আটজন আহত হন। আহতদের মধ্যে দু’জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।