ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে হামলায় আহত ৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
দৌলতপুরে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে হামলায় আহত ৬ দৌলতপুরে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে হামলায় আহত ৬-ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) ভিজিডি কার্ড দেওয়াকে কেন্দ্র করে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে হামলায় আহত হয়েছেন ছয়জন।

রোববার (৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

কলিয়া ইউপির চেয়ারম্যান জাকির হোসেন বাংলানিউজকে জানান, ৭ মার্চ ইউপির ভিজিডি কার্ডের তালিকা করা হয়।

এসময় ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান আটটি ভিজিডি কার্ডের জন্য সুপারিশ করেন। এর মধ্যে রোকেয়া নামে একজন ভিজিডি কার্ড নিতে অপারগতা প্রকাশ করায় তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। ওই বিষয়টিকে কেন্দ্র করে বিকেলে সিদ্দিকুর তার দলবল নিয়ে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে হামলা চালান।

এ সময় তাদের হামলায় তথ্যসেবা কেন্দ্রের তথ্য প্রদানকারী সোহেলুর রহমান, গ্রাম পুলিশ সফিকুল ইসলাম, জন্ম নিবন্ধন নিতে আসা রিপন, স্বপন এবং ইয়ামিন ও মঞ্জুর নামে তার দুই ভাতিজা আহত হন। এ সময় তাকেও শারীরিকভাবে নাজেহাল করা হয় বলেও জানান তিনি।

এছাড়া হামলাকারীরা তথ্যসেবা কেন্দ্রের দরজা-জানালা ও একটি ল্যাপটপ ভাঙচুর এবং একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায় বলেও জানান চেয়ারম্যান জাকির।

এ বিষয়ে কলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তার সমর্থকের লোকজনের সঙ্গে বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের কথা কাটাকাটি ও উত্তেজনা হয়েছে। এছাড়া আর তেমন কিছু নয় বলে জানান তিনি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৪২২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
আরবি/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।