ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বান্দরবানে অস্ত্রসহ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
বান্দরবানে অস্ত্রসহ যুবক আটক

বান্দরবান: বান্দরবানে এলজি ও কার্তুজসহ মো. কামাল হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৯ এপ্রিল) বিকেলে সদর উপজেলার রেইছা বাজারের দক্ষিণ রিঝি এলাকায় থেকে তাকে আটক করা হয়। কামাল ওই এলাকার কালা মিয়ার ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে রেইছা বাজারের দক্ষিণ ঝিরি এলাকায় অভিযান চালানো হয়। এসময় টের পেয়ে লিটন দাশ নামে এক যুবক পালিয়ে গেলেও এলজি, কার্তুজ ও ১০ পিস ইয়াবাসহ কামালকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।