ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

মতিঝিলের বিডিবিএল ভবনে আগুন নিয়ন্ত্রণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
মতিঝিলের বিডিবিএল ভবনে আগুন নিয়ন্ত্রণ বিডিবিএল ভবন-ছবি: সুমন শেখ

ঢাকা: রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ভবনের আগুন নিয়ন্ত্রণে।

সোমবার (১০ এপ্রিল) সকাল ৬টা ২০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক যোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান বাংলানিউজকে বলেন,  সকালে মতিঝিলের বিডিবিএল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এরই মধ্যে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। তবে ২৪ তলা ভবনের ২০ তলায় শর্ট সার্কিটের ম্যাধমে আগুন সূত্রপাত হয় বলে জানান তিনি।

** মতিঝিলের বিডিবিএল ভবনে আগুন

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এসএটি/ইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।