ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়ীয়া বারাকান্দি এলাকায় বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশার চালকসহ তিনজন।

রোববার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আল আমিন (২৬) এবং একই এলাকার হাবিবুর রহমানের দুই ছেলে ছোবাহান (২৪) ও বেলাল (২০)।

আহতদের মধ্যে হাবিবুর রহমান ও হেলালকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জয়দেব কুমার বাংলানিউজকে জানান, একটি অটোরিকশা যাত্রী নিয়ে কামারখন্দ থেকে সিরাজগঞ্জ আসছিল। পথে বনবাড়ীয়া বারাকান্দি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা এনায়েতপুরগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী মারা যান। এসময় আহত হন অটোরিকশা চালকসহ আরো তিনজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।  

বাংলাদেশ সময়: ০৭৫৪  ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এএটি/এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।