রোববার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোর জেলার সিংড়া উপজেলার লালোড় গ্রামের শংকর কুমারের স্ত্রী চায়না রানী (৩০) ও তাদের মেয়ে তুলি রানী (৫)।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) পবিত্র কুমার বাংলানিউজকে জানান, সকালে মোটরসাইকেলে স্ত্রী-কন্যাকে নিয়ে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন শংকর। পথে নেওরগাছা এলাকায় এলে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শংকরের স্ত্রী ও কন্যার। এসময় শংকরও আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে এবং আহত শংকরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এসআই