ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় ট্রাকচাপায় মা-মেয়ে নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
উল্লাপাড়ায় ট্রাকচাপায় মা-মেয়ে নিহত 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নেওরগাছা এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেল চালক শংকর কুমার।

রোববার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোর জেলার সিংড়া উপজেলার লালোড় গ্রামের শংকর কুমারের স্ত্রী চায়না রানী (৩০) ও তাদের মেয়ে তুলি রানী (৫)।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) পবিত্র কুমার বাংলানিউজকে জানান, সকালে মোটরসাইকেলে স্ত্রী-কন্যাকে নিয়ে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন শংকর। পথে নেওরগাছা এলাকায় এলে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শংকরের স্ত্রী ও কন্যার। এসময় শংকরও আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে এবং আহত শংকরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
 

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।