ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁও আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপির প্যানেলের জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
ঠাকুরগাঁও আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপির প্যানেলের জয়

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১২ পদের মধ্যে ১১টি পদে বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছে।

মাত্র একটি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন।

রোববার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ রাতে ভোট গণনা শেষে নির্বাচনের ফল ঘোষণা করেন।

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১২টি পদে দুটি প্যানেলের মোট ২৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্যানেলের বিজয়ীরা হলেন- সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আব্দুল হালিম, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সহ-সভাপতি অ্যাডভোকেট রফিজ উদ্দিন, অ্যাডভোকেট মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদ ইকবাল, লাইব্রেরি সেক্রেটারি অ্যাডভোকেট আনোয়ার হোসেন, ট্রেজারি সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদা পারভীন, কমন রুম ও কালচারাল সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান কবীর, সদস্য পদে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট  নুরুল ইসলাম, অ্যাডভোকেট ইয়াসমিন আরা মুক্তি ও একমাত্র আওয়ামী লীগ সমর্থিত জয়ী প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সোবাহান।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।