সোমবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বনবাড়ীয়া বারাকান্দি এলাকায় সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এছাড়া সকাল ৯টার দিকে উল্লাপাড়া উপজেলার নেওরগাছা এলাকায় বাসচাপায় নিহন হন মোটরসাইকেলের দুই আরোহী।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জয়দেব কুমার বাংলানিউজকে জানান, সকালে একটি অটোরিকশা যাত্রী নিয়ে সিরাজগঞ্জের কামারখন্দ থেকে সিরাজগঞ্জ আসছিল। পথে বনবাড়ীয়া বারাকান্দি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা এনায়েতপুরগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই কামারখন্দ উপজেলার চৌবাড়ী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আল আমিন (২৬) এবং একই এলাকার হাবিবুর রহমানের দুই ছেলে ছোবাহান (২৪) ও বেলাল (২০) মারা যান। এসময় আহত হন হাবিবুর রহমান ও হেলালসহ তিনজন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, সকাল ৯টার দিকে উল্লাপাড়ার নেওরগাছা এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রাজিবুল করিম। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এসআই