এদের মধ্যে নিরাপত্তা কর্মী তাইরুল ইসলামকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর বাকি দুই কর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মী লিটন।
তিনি বলেন, ২৪তলা ভবনের লেভেল ২০ এর স্টোর রুমে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা নিরাপত্তা কর্মীরা নেভানোর চেষ্টা করি। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেই।
তিনি আরো বলেন, স্টোর রুম বন্ধ থাকায় আগুন লাগার পর ধোঁয়া বের হতে পারেনি। এ কারণে আগুন নেভানোর জন্য রুমটির দরজা খুলতেই ভেতর থেকে কালো ধোঁয়া বের হয়। আর এ ধোঁয়ায় ৩ নিরাপত্তা কর্মী আহত হন।
নাম না প্রকাশের শর্তে আইসিবি’র এক প্রিন্সিপাল অফিসার বাংলানিউজকে জানান, লেভেল ২০এ আইসিবি’র পরিকল্পনা, শেয়ার এবং পোর্টফলি ও ইনভেস্টমেন্ট বিভাগ রয়েছে। এই ফ্লোরে স্টোর রুমে আগুণ লাগে।
কর্মকর্তাদের দাবি, আগুনের সূত্রপাত হয়েছে শট সার্কিট থেকেই। এতে আইসিবির বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তার কারণ স্টোর রুমে তাদের কোনো গুরুত্বপূর্ণ ফাইল নেই। তিনি বলেন, একসময় এই ফ্লোরে একটি ব্যাংকের অফিস ছিলো, তাদের হাত আইসিবি ভাড়া নিয়েছে। ফলে পুরাতন কিছু জিনিসপত্র ছিলো। তবে নিরাপত্তা কর্মীদের দাবি, অনেক ফাইলপত্র আগুনে পুড়েছে।
সূত্র জানায়, সোমবার (১০ এপ্রিল) সকাল ৬টা ২০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক যোগে কাজ করে সকাল সাতটার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের লিফট বন্ধ থাকায় আগুন নেভাতে কষ্ট বেশি হয়েছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, সকালে মতিঝিলের বিডিবিএল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এরই মধ্যে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।
২৪ তলা ভবনের ২০ তলায় শর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত হয় বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এমএফআই/জেডএম