ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের মাঝিপাড়া বাজার এলাকায় ট্রাক্টরের ধাক্কায় বাচ্চু মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১০ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া উপজেলার হরিপুর গ্রামের মৃত ভুরু মিয়ার ছেলে।

জয়পুরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।