সোমবার (১০ এপ্রিল) সকাল সাড়ে দশটায় বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন।
নিহত মো. রফিক (৪৫) পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকার নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুম বিল্লাহ রোগীর সাথে আসা স্বজনদের বরাত দিয়ে জানান, রূপাতলী এলাকার শের-ই-বাংলা সড়কের গোলাম মোস্তফা মিয়ার নির্মাণাধীন ভবনে শ্রমিকের কাজ করতেন মো. রফিক। সকালে পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে তিনি বিদ্যুতায়িত হন।
উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এমএস/এমজেএফ