ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ব‌রিশালে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
ব‌রিশালে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বরিশাল: বরিশালের রূপাতলীতে নির্মাণাধীন ভবনের পা‌নির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ এ‌প্রিল) সকাল সাড়ে দশটায় ব‌রিশাল শের ই বাংলা চি‌কিৎসা মহা‌বিদ্যালয় হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন।

নিহত মো. রফিক (৪৫) পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকার নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক  ডা. মাসুম বিল্লাহ রোগীর সাথে আসা স্বজনদের বরাত দিয়ে জানান, রূপাতলী এলাকার শের-ই-বাংলা সড়কের গোলাম মোস্তফা মিয়ার নির্মাণাধীন ভবনে শ্রমিকের কাজ করতেন মো. রফিক। সকালে পা‌নির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে তিনি বিদ্যুতায়িত হন।

উদ্ধার করে হাসপাতালে নেওয়া  হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ সুরতহাল রি‌পোর্ট ও ময়নাতদ‌ন্তের জন্য হাসপাতা‌লের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, এ‌প্রিল ১০, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।