ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

কসবায় দু'পক্ষের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
কসবায় দু'পক্ষের সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রহিজ মিয়া (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। 

সোমবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন অাহম্মেদ বাংলানিউজকে জানান, নিমবাড়ি গ্রামের বিবদমান দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ায় এ হতাহতের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।