মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে মধ্যপ্রাচ্যের দেশটির রাজধানী মাসকাটের সালালা নামক স্থানে এ দুর্ঘটনায় ঘটে।
নিহত দুই ভাই হলেন- লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার সাহাব উদ্দিন খলিফার ছেলে মো. মাসুদ আলম (৩০) ও মো. জুয়েল রানা (২৫)।
গুরুতর আহত জসিম উদ্দিন কমলনগর উপজেলার চর মার্টিন গ্রামের আলী হায়দারের ছেলে।
নিহত তিনজনের মরদেহ ওমানের নিজওয়া হাসপাতালে রয়েছে। আহত জসিম উদ্দিনের অন্য হাসপাতালে চিকিৎসা চলেছে।
নিজওয়া হাসপাতাল থেকে কমলনগরের বাসিন্দা ওমান প্রবাসী শোয়াইব হোসেন সোহাগ মোবাইল ফোনে বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।
প্রবাসী সোহাগ জানান, মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে মধ্যপ্রাচ্যের দেশটির মেজওয়া শহরের অদূরে দু’টি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ তিনজনের ঘটনাস্থলে মৃত্যু হয়। গুরুতর অবস্থায় জসিম উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তারা চারজন দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারে ছিলেন।
এদিকে, নিহত মাসুদ আলম ও জুয়েল রানার দাদা তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষক মাহফুজুল হক নাতিদের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
আহত জসিম উদ্দিনের বড় ভাই বলেন, প্রথমে শুনেছি জসিমের মৃত্যু হয়েছে। এখন শুনছি গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আরও বলেন, ৫ মাস আগে ধার-দেনা করে ছোট ভাইকে ওমানে পাঠিয়েছেন।
নিহত মাসুদ আলম ও জুয়েল রানার বাবা সাহাব উদ্দিন খলিফা বলেন, দুই বছর আগে তার দুই ছেলে ওমানে যায়। মঙ্গলবার রাতে ওইদেশ থেকে এক আত্মীয় দুই ছেলের মৃত্যুর খবর জানায়।
দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারের সদস্য ও স্বজনরা আহাজারি করছেন। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা এপ্রিল ১২, ২০১৭/আপডেট: ১৩৪৮ ঘণ্টা
জিপি/এইচএ/জেডএস