মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত আলমাস দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া এলাকার বিশা প্রধানের ছেলে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) কানিজ ফাতেমা বাংলানিউজকে জানান, বিয়ের প্রলোভনে প্রেমের ফাঁদে ফেলে হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন থেকে গত ১০ এপ্রিল (সোমবার) রাতে এক কিশোরীকে উঠিয়ে নিয়ে আসে আলমাস। এরপর দৌলতপুর উপজেলার বাঁচামারা এলাকায় আলমাস ওই মেয়েটিকে নিয়ে চলফেরা করে। তার চলাফেরা সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাদেরকে আটক করে।
পরে স্থানীয় চেয়ারম্যান তাদেরকে উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে আসেন। এ সময় উভয়ের উপস্থিতিতে আলমাসকে এক মাসের কারাদণ্ড দেন।
স্থানীয়দের বরাত দিয়ে ইউএনও আরও জানান, আলমাস একজন বিবাহিত পুরুষ। এছাড়া সোমবার রাতে ওই কিশোরীকে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে নিয়ে আসলেও মঙ্গলবার পর্যন্ত তারা বিয়ে করেননি। তাই ওই কিশোরীকে আলমাসের নিকট থেকে উদ্ধার করে উপজেলা নারী ভাইস চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয় বলেও জানান ইউএনও।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
জিপি/বিএস