ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

রামগঞ্জে ৪ কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
রামগঞ্জে ৪ কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার মগঞ্জে মাটির নিচ থেকে সাড়ে চার কেজি ওজনের কষ্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে মাটির নিচ থেকে সাড়ে চার কেজি ওজনের কষ্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় চার কোটি টাকা।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে রামগঞ্জ পৌর কমরদিয়া মজুমদার বাড়ির মাটি খুড়ে শিবলিঙ্গটি উদ্ধার উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা ৩টার দিকে রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জহির উদ্দিন কয়েকজন পুলিশ সদস্য নিয়ে ওই বাড়িতে আসামি ধরতে অভিযান চালায়।

   আসামি না পেয়ে ফেরার সময় রামগঞ্জ পৌরসভার কাউন্সিলর ইব্রাহিম মজুমদারের বসত ঘরের সামনে মাটি খোড়া দেখে সন্দেহ হলে বিষয়টি খতিয়ে দেখে। পরে মাটি খুড়লে কষ্টি পাথরের শিবলিঙ্গের সন্ধান পায়।

খবর পেয়ে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি, সার্কেল) পংকজ কুমার দে ও রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া ঘটনাস্থলে পৌছে শিবলিঙ্গটি উদ্ধার করেন।

ওসি মো. তোতা মিয়া কষ্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধারের বিষয়টি বাংলানিউজ নিশ্চিত করে বলেন, ‌ শিবলিঙ্গটি ওজন ৪.৫ কেজি। যার আনুমানিক মূল্য প্রায় চার কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।