মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে রামগঞ্জ পৌর কমরদিয়া মজুমদার বাড়ির মাটি খুড়ে শিবলিঙ্গটি উদ্ধার উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা ৩টার দিকে রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জহির উদ্দিন কয়েকজন পুলিশ সদস্য নিয়ে ওই বাড়িতে আসামি ধরতে অভিযান চালায়।
খবর পেয়ে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি, সার্কেল) পংকজ কুমার দে ও রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া ঘটনাস্থলে পৌছে শিবলিঙ্গটি উদ্ধার করেন।
ওসি মো. তোতা মিয়া কষ্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধারের বিষয়টি বাংলানিউজ নিশ্চিত করে বলেন, শিবলিঙ্গটি ওজন ৪.৫ কেজি। যার আনুমানিক মূল্য প্রায় চার কোটি টাকা।
বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
জিপি/বিএস