ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

কালুখালীতে অস্ত্র-গুলিসহ চরমপন্থি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
কালুখালীতে অস্ত্র-গুলিসহ চরমপন্থি গ্রেফতার

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলায় একটি ওয়ান শ্যুটারগান ও দু’টি কার্তুজসহ ওমর শেখ (৫০) নামে এক চরমপন্থিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

মঙ্গলবার (১১ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরাঞ্চলের রাজধানী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃত ওমরের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর রামনগর গ্রামে।

তার বর্তমান ঠিকানা কালুখালী উপজেলার হরিণবাড়িয়া চরের মাধবপুর গ্রাম।  

রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বাংলানিউজকে জানান, রাতে কালুখালী উপজেলার রাজধানী বাজারে আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছিলেন ওমর। খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওই বাজারে অভিযান চালানো হয়। এসময় একটি ওয়ান শ্যুটারগান ও দু’টি কার্তুজসহ ওমরকে গ্রেফতার করা হয়।  

তিনি আরও জানান, ওমর নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন সর্বহারা পার্টির সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের সাদারচর গ্রামের চাঞ্চল্যকর ফাইভ মার্ডারসহ তিনটি হত্যা মামলা রয়েছে।

ওমর শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।