এ উৎসব উপলক্ষে বুধবার (১২ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় জেলা শহরের গর্জনতলী ঘাটে ত্রিপুড়া সম্প্রদায়ের আয়োজনে বৈসুক উৎসবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য দীপংকর তালুকদার হ্রদে ফুল ভাসিয়ে এ উৎসবের সূচনা করেন। এসময় ত্রিপুরা সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ কাপ্তাই হ্রদে দেবীর উদ্দেশে মঙ্গল কামনায় ফুল ভাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈসুক কমিটির আহ্বায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা পরিষদের সদস্য অমিত চাকমা রাজু, জেলা মারমা সংস্কৃতি সংস্থার (মাসাস) সাধারণ সম্পাদক মংউচিং মারমা, ত্রিপুরা কল্যাল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা প্রমুখ।
এদিকে এ উৎসবে ত্রিপুরা সম্প্রদায়ের নারী-পুরুষরা কাপ্তাই হ্রদে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এসব সম্প্রদায়ের রীতি অনুযায়ী ১২ এপ্রিল পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে তিনদিনের সার্বজনীন উৎসব শুরু করা হয়। ১৩ এপ্রিল বৃহস্পতিবার উদযাপিত হবে মূল বিজু এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ তথা গোজ্যাপোজ্যে দিন ও বর্ষবরণ উৎসব পালন করবে এসব জনগোষ্ঠি।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৭
আরএ