ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

শাবিপ্রবিতে ছাত্রী নিপীড়নের ঘটনায় মামলা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
শাবিপ্রবিতে ছাত্রী নিপীড়নের ঘটনায় মামলা সঞ্জীবন চক্রবর্তী পার্থ, মাহমুদুল হাসান রুদ্র ও এসএন সাজ্জাদ রিয়াদ

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রীকে যৌন হয়রানি ও মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) সকালে সিলেটের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হকের আদালতে মামলাটি দায়ের করেন ওই ছাত্রীর মা।

মামলায় শাবিপ্রবি ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে।

অপর আসামিরা হলেন- সমাজকর্ম বিভাগের মাহমুদুল হাসান রুদ্র ও পরিসংখ্যান বিভাগের এসএন সাজ্জাদ রিয়াদ।

গত শনিবার (০৮ এপ্রিল) ক্যাম্পাসে ঘুরতে এলে ছাত্রলীগ সভাপতি পার্থর অনুসারীরা এসএসসি পরীক্ষার্থী ওই ছাত্রীকে হয়রানি ও পরে মারধর করেন। ঘটনার প্রতিবাদ করায় সাংবাদিকদের উপর হামলা চালানো হয়।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।