ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

জঙ্গিবাদ নির্মূলে খেলাধুলার বিকল্প নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
জঙ্গিবাদ নির্মূলে খেলাধুলার বিকল্প নেই জঙ্গিবাদ নির্মূলে খেলাধুলার বিকল্প নেই

গাইবান্ধা: জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মাহবুবা আরা বেগম গিনি এমপি বলেছেন, জঙ্গিবাদ নির্মূলে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে হুইপের পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে মহিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

হুইপ বলেন, খেলাধুলার মাধ্যমে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রম থেকে সন্তানদের রক্ষা করা সম্ভব।

আমরা চাই, গাইবান্ধার প্রত্যন্ত এলাকার মেয়েরা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাক। এজন্য তাদের খেলাধুলার প্রতি মনোযোগী করে তুলতে হবে।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন ।

উদ্বোধনী খেলায় অংশ নেন গাইবান্ধা আসাদুজ্জামান উচ্চ বালিকা বিদ্যালয় ও দক্ষিণ কামারজানি বালিকা উচ্চ বিদ্যালয়। টুর্নামেন্টটি ১২ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত। এতে জেলার আটটি মহিলা স্কুল ও কলেজ খেলায় অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।