ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

হাওরকে দুর্গত এলাকা ঘোষণার দাবি মান্নার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
হাওরকে দুর্গত এলাকা ঘোষণার দাবি মান্নার মানববন্ধনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বন্যায় দুর্গত হাওরবাসীর কথা শুনে তাদের দাবি মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কিশোরগঞ্জ জেলার হাওরএলাকাসহ প্লাবিত সব হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে নাগরিক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ যুব ঐক্য পরিষদ নামে একটি সংগঠন এ মানববন্ধন আয়োজন করে।

মানববন্ধনে মান্না বলেন, আপনি (প্রধানমন্ত্রী) হাওরবাসীর দুর্গতির কথা শুনুন, তাদের দাবি মেনে নিন। অঞ্চলগুলোকে দুর্গত এলাকা ঘোষণা করুন। কারণ তারা কোনো রাজনীতি নিয়ে এখানে দাঁড়ায়নি, কোনো রাজনৈতিক দাবিও তারা করছে না। এটা তাদের ন্যায্য দাবি।

আয়োজক সংগঠনের সভাপতি মো. ওমর ফারুক সেলিমের সভাপতিত্বে এবং গণ ঐক্যের সভাপতি আরমান হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, নাগরিক ঐক্যের সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এমএ/ওএইচ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।