বুধবার (১২ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কিশোরগঞ্জ জেলার হাওরএলাকাসহ প্লাবিত সব হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে নাগরিক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ যুব ঐক্য পরিষদ নামে একটি সংগঠন এ মানববন্ধন আয়োজন করে।
মানববন্ধনে মান্না বলেন, আপনি (প্রধানমন্ত্রী) হাওরবাসীর দুর্গতির কথা শুনুন, তাদের দাবি মেনে নিন। অঞ্চলগুলোকে দুর্গত এলাকা ঘোষণা করুন। কারণ তারা কোনো রাজনীতি নিয়ে এখানে দাঁড়ায়নি, কোনো রাজনৈতিক দাবিও তারা করছে না। এটা তাদের ন্যায্য দাবি।
আয়োজক সংগঠনের সভাপতি মো. ওমর ফারুক সেলিমের সভাপতিত্বে এবং গণ ঐক্যের সভাপতি আরমান হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, নাগরিক ঐক্যের সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এমএ/ওএইচ/জেডএম