ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

এসএসএফে নিয়োগ পেলেন ৭ এএসপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এসএসএফে নিয়োগ পেলেন ৭ এএসপি

ঢাকা: স্পেশাল সিকিউরিটি ফোর্সে (এসএসএফ) সাতজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সাত পুলিশ কর্মকর্তাকে প্রেষণে এসএসএফে নিয়োগ দিয়ে তাদের চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়।

নিয়োগপ্রাপ্ত সাতজন হলে- এসপিবিএন’র এএসপি মাহমুদুল হাসান ও মো. আলাউল হাসান, ঢাকা সিআইডির এএসপি শেখ মো. জিন্নাহ আল মামুন এবং সিএমপির এএসপি মো. আতিকুজ্জামান।

এছাড়া ঢাকা সিআইডির এএসপি মো. জাহাঙ্গীর আলম, র‌্যাবের এএসপি মো. সোহেল রানা এবং রেলওয়ে পুলিশের এএসপি মো. মিরাজুল ইসলাম এসএসএফে নিয়োগ পেয়েছেন।

এসএসএফ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তায় দায়িত্ব পালন করে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্ট‍া, এপ্রিল ১৩, ২০১৭
এমআইএইচ/জিপি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।