ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

হুইপ ইকবালুর রহিমের নেতৃত্বে শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
হুইপ ইকবালুর রহিমের নেতৃত্বে শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে হুইপ ইকবালুর রহিম/ছবি: বাংলানিউজ

দিনাজপুর: বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিমের পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় দিনাজপুর শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা প্রশাসন ও দিনাজপুর পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা ১২টায় শহরের সদর হাসপাতাল মোড়ে প্রধান অতিথি হিসেবে রাস্তায় ঝাড়ু দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র রেহাতুল ইসলাম খোকা, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, সিভিল সার্জন ডা. মো. সাদেক মিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামউল্ল্যাহ জ্যামী, শহর যুবলীগের সহ-সভাপতি হাজী পলাশ, জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা প্রম‍ুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।