বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার চকাদিন গ্রামের জিল্লুর রহমানের বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মতিয়ারের বাড়ি উপজেলার আতাইকুলা সরদারপাড়া গ্রামে।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়রা ওই ব্যক্তির মরদেহ চকাদিন গ্রামের জিল্লুর রহমানের বাড়ির পাশে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় রানীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৭
আরএ