গণহত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার থানাপাড়া ডেভেলপমেন্ট সোসাইটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, প্রতি বছর ১৩ এপ্রিল আসলেই মনে হয় পাক বাহিনীর নির্মম নির্যাতনের কথা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় ১৩ এপ্রিল সারদা থানাপাড়া গ্রামের নিচে পদ্মার চরে প্রায় দুই হাজার নিরীহ লোকজনকে লাইনে দাঁড় করিয়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিলো পাক সেনারা। সেই বর্বরোচিত ঘটনায় সারদা থানাপাড়ার গ্রামেরই ১৭৬ জন ব্যক্তি ছিল।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাদের রুহের মাগফেরাত কামনা করেন। পরে থানাপাড়া সোয়ালোজের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হাতে একটি মানপত্র তুলে দেওয়া হয়।
সোয়ালোজের নির্বাহী পরিচালক রায়হান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফখরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারন চন্দ্র বর্মণ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, যুবলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন, ছাত্রলীগের সভাপতি কাজী ফিরোজ আহম্মেদ লনি প্রমুখ।
এর আগে ১৩ এপ্রিল স্মরণে একটি শোক পদযাত্রা থানাপাড়া সোয়ালোজ থেকে বের করা হয়। এটি বাংলাদেশ পুলিশ একাডেমীতে থাকা বদ্ধভূমিতে গিয়ে শেষ হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাংলাদেশ পুলিশ একাডেমীতে পাক বাহিনীর হাতে নির্মম নির্যাতনে শহীদদের স্মৃতিস্তম্ভ ঘুরে দেখেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলার ৭৬টি দুঃস্থ পরিবারের মাঝে ৫৭ বান্ডেল ঢেউটিন বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এসএস/বিএস