ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

উড়ছে ঘুড়ি, উড়ছে স্বপ্ন

মাহবুবুর রহমান মুন্না, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
উড়ছে ঘুড়ি, উড়ছে স্বপ্ন উড়ছে ঘুড়ি, উড়ছে স্বপ্ন/ছবি: মানজারুল ইসলাম

খুলনা: সোনালী রোদের পড়ন্ত বিকেল। নীল আকাশে উড়ছে রং বেরঙের ঘুড়ি। সব ঘুড়িতে নানা আলপনা। লাল, হলুদ, সবুজ, বেগুনি, কালোসহ আরও কত রঙ! নামও বাহারি।

আকাশপানে উড়ছে ঘুড়ি। সঙ্গে উড়ছে আকাশ ছোঁয়ার স্বপ্নও।

নাটাই হাতে অন্যজনের ঘুড়ির সুতা কাটার সর্বাত্মক চেষ্টা, কখনো একটি ঘুড়ি অপরটিকে ছাড়িয়ে উঠে যাচ্ছে দিগন্তের আরো উঁচুতে। যান্ত্রিক জীবন ছেড়ে প্রকৃতির কাছে এরকম ঘুড়ি ওড়ানোর আয়োজনে অনেকেই ফিরে গেছেন তাদের শৈশবে।

ঘুড়ি উৎসবে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুর রহমান বাংলানিউজকে বলেন, ঘুড়ির সঙ্গে সঙ্গে আকাশ ছোঁয়ার স্বপ্নকেও উড়িয়ে দিয়েছি আমরা। বাঙালি জাতির সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে ঘুড়ি উৎসবের মতো এ ধরনের অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতি বছরই আয়োজন করে। যা প্রশংসার দাবিদার।

/ছবি: মানজারুল ইসলামখুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সাড়ম্বরে চৈত্র-সংক্রান্তির আয়োজনে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে ক্যাম্পাসের মাঠে এ ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়। ঘুড়ি উৎসবের পাশপাশি বসে মেলা। চলে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

খুবি জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এসএম আতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, চৈত্র-সংক্রান্তির আয়োজনে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও দর্শক প্রাণভরে উপভোগ করেছেন ঘুড়ি উড়ানোর দৃশ্য।

উড়ছে ঘুড়ি, উড়ছে স্বপ্ন/ছবি: মানজারুল ইসলামতিনি জানান, পহেলা বৈশাথ সকাল ৭টা ৪৫মিনিটে মহানগরীর শিববাড়ী মোড় থেকে ময়লাপোতা হয়ে রয়েল চত্বর ঘুরবে শোভাযাত্রা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বৈশাখী মেলায় লাঠিখেলা, ম্যাজিক শো, নাগরদোলা ইত্যাদির আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় খেলার মাঠে আয়োজিত এ মেলায় পর্যাপ্ত সংখ্যক স্টলের ব্যবস্থা থাকছে।

বাংলাদেশ সময়:  ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এমআরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।