বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আজমত আলী উপজেলার বাহাদুরপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, শুক্রবার (৭ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে আজমত আলী বাড়ি থেকে বাইরে গিয়ে আর ফিরে আসেনি। পরেরদিন আত্মীয়-স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ খবর করেও তাকে পাওয়া যায়নি।
রোববার (৯ এপ্রিল) বিকেলে আজমত আলীর বাবা দুলাল হোসেন সিংড়া থানায় নিখোঁজ বিষয়ে একটি সাধারণ ডায়রি করেন।
পরে বৃহস্পতিবার বিকেলে বাহাদুরপুর মাঠের একটি ভূট্টার খেতে আজমত আলীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৭
আরএ