জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে এবং বনানীর ১১ নম্বর সড়কে যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও একটি পেইন্টস কোম্পানি।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে ‘আলপনায় বাংলাদেশ’ নামের কর্মসূচি উদ্ধোধন করেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমীন চৌধুরী।
রাতে বনানীর ১৩ নম্বর সড়কে গিয়ে দেখা যায়, সেখানে পড়েছে আলপনা আঁকার ধুম। আঁকা হয়েছে ফুল, পাখি, বিভিন্ন ধরনের নকশাসহ নানা রকম আলপনা। একই ধরণের আলপনা করা হয়েছে মানিক মিয়া অ্যভিনিউতেও।
![রাতের ঢাকায় আলপনা আঁকা চলছে](http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/Alpona-inner-120170414041939.jpg)
একাজে যোগদান দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সবাই স্বেচ্ছায় একাজে অংশ নিয়েছেন।
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ নববর্ষ উপলক্ষ্যে আমরা এই কাজের সহযোগী হয়েছি, ভালো লাগছে। তার বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী স্বেচ্ছায় একাজে অংশ নিয়েছেন।
আলপনা আকার কাজটি অরগানাইজ করছে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ মুশফিক মামুন বলেন, বাংলা নববর্ষ উপলক্ষ্যে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থায়নে আলপনার কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
এ উৎসব ঢাকার বাইরের বিভাগীয় শহরগুলোতেও করা হচ্ছে বলে জানান মামুন।
মামুন আরও বলেন, অনুষ্ঠানটি শুক্রবার ভোর পর্যন্ত চলবে। এও জানান, উৎসবে যেকোন সময় যোগ দিবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে একযোগে চার লাখ বর্গফুট আলপনা আঁকা হচ্ছে এই রাতেই, জানালেন আয়োজকরা।
আলপনা উৎসব ছাড়াও নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। বাংলা নববর্ষ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সর্বত্রই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সবাই যেন মুখিয়ে আছে নতুন বছরটিকে সাদরে বরণ করে নিতে।
গ্রেগরিয়ান বর্ষপঞ্জিকে স্থির রেখে প্রতিবছর ১৪ এপ্রিল বাংলাদেশিরা উদাযাপন করে পহেলা বৈশাখ। বাংলার আপামর জনতার প্রাণের উৎসবকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতেই এ উদ্যোগ। ১৪ এপ্রিল যে শুধু বাংলাদেশেই বাংলা নববর্ষের দিন, তা কিন্তু নয়। বিশ্বের দেশে দেশে কোটি প্রবাসী বাঙালিও এ উৎসবের আয়োজন করে।
বাংলাদেশ সময়: ০৪০৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এসই/এমএমকে