গানে গানে, কবিতায়, বাদ্যযন্ত্রের মুর্ছনায় শুরু হয়েছে নতুন একটি দিন, নতুন একটি বছর। আর বলাই চলে নতুন একটি অধ্যায়।
ভোরের আলো যখন ফুটতে শুরু করেছে তখন থেকেই দিকে দিকে বেজে ওঠে, এসো এসো হে বৈশাখ এসো এসো। অনেকেই সেই গান গাইতে গাইতে ঢুকে পড়তে থাকেন রমনা বটমূল চত্তরে। সেখানে সকাল সোয়া ছয়টায় শুরু হয় বর্ষবরণ মূল উৎসব। ছায়ানটের আয়োজনে ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান বর্ষবরণের সূচনা বলেই বিবেচিত।
![রমনার বটমূলে বর্ষবরণ](http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/Ramna-2-bg20170414065540.jpg)
রাগ ভৈরবী দিয়ে শুরু হয় ছায়ানটের পরিবেশনা। সে রাগের অনিন্দ্য মূর্ছনায় এরই মধ্যে ভরে উঠেছে রমনার চারিদিক। তবলা আর মৃদঙ্গের স্বর আর সুর যেনো সৃষ্টি করেছে এক অপরূপ দ্যোতনা।
![রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ উৎসব](http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/Ramna-bg20170414064120.jpg)
শিল্পীদের সোনালি রঙা পরিচ্ছদে সকালের সোনালী আলো পড়ে চারিদিক করে তুলেছে স্বর্ণময়।
এ বছর ছায়ানটের এই আয়োজনের মূল প্রতিপাদ্য ‘আনন্দ, আত্মপরিচয়ের সন্ধান ও মানবতা।
ছায়ানট এ বছর উদযাপন করছে ৫০ বছর পূর্তি। ফলে আয়োজনে থাকছে বাড়তি কিছু।
প্রথমাংশে বাদন, যা এরই মধ্যে শুরু হয়েছে। দ্বিতীয়াংশে গান-কবিতা আবৃতি আর শেষ পর্বে থাকবে একটি লোকপালার উপস্থাপনা। আর ঐতিহ্য মেনে ছায়ানট প্রধান সনজিদা খাতুনের একটি দিকনির্দেশনামূলক বক্তৃতাতো থাকবেই।
লোকপালায় দেওয়ানা মদিনার উপস্থাপনা থাকবে নেত্রকোণার বিখ্যাত দিলু বয়াতি ও তার দলের।
বাংলাদেশ সময় ০৬১৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এমএমকে