শুক্রবার (১৪ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে উপজেলার মালসাদহ-হাড়িয়াদহ সড়কের সরোয়ারের ইটভাটা এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিপন হোসেন উপজেলার দুলালনগর গ্রামের মাদার আলীর ছেলে ও আলমগীর হোসেন পার্শ্ববর্তী চাঁদপুর গ্রামের আবেদ আলীর ছেলে।
বন্দুকযুদ্ধে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, সরোয়ারের ইটভাটা এলাকায় কয়েকজন সন্ত্রাসী চাঁদা নিতে আসছে, এমন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের একটি দল আগে থেকেই সেখানে অবস্থান নেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়তে শুরু করে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে শিপন ও আলমগীর আহত হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সজিব উদ্দীন স্বাধীন মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এসময় গাংনী থানার উপ পরিদর্শক (এসআই) এসআই শংকর কুমার ঘোষ, সহকারী উপ পরিদর্শক (এএসআই) রফিক, কনস্টেবল মতিউর, খাইরুল ইসলাম সামান্য আহত হয়েছেন। তারা ওই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ওই এলাকার ছয়/সাতটি ইটভাটাতে সন্ত্রাসীরা হানা দিয়ে চাঁদার দাবিতে শ্রমিকদের মারধরসহ ভাটা বন্ধ করে দিয়েছিল। এরপর থেকে পুলিশ তাদের ধরতে মাঠে নামে।
বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
আরবি/জেডএস