ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

সম্পূর্ণ ‘শীতাতপ নিয়‌ন্ত্রিত’ মৈত্রী ট্রেন উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
সম্পূর্ণ ‘শীতাতপ নিয়‌ন্ত্রিত’ মৈত্রী ট্রেন উদ্বোধন মৈত্রী ট্রেন উদ্বোধন- ছবি- শাকিল

ঢাকা: ঢাকা-কলকাতার মধ্যে সম্পূর্ণ ‘শীতাতপ নিয়‌ন্ত্রিত’ মৈত্রী ট্রেন উদ্বোধন করা হয়েছে। ৪৫৬ আসনের ট্রেনটি পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত। 

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে ফ্লাগ অ‌ফ এর মাধ্যমে ট্রেন‌টির উদ্বোধন করেন রেলমন্ত্রী মু‌জিবুল হক।  

এ সময় তার সঙ্গে উপ‌স্থিত ছিলেন ভারতীয় হাইক‌মিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

 

উদ্বোধনের আগে দেওয়া বক্তব্যে মন্ত্রী বলেন, ভারত আমাদের পরী‌ক্ষিত বন্ধু। বিএনপি নেত্রী খালেদা জিয়া শুধু সমালোচনা করেন। তার ডানে-বামে শুধু জামায়াত। মৈত্রী ট্রেন উদ্বোধনঅনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার তার বাংলায় দেওয়া বক্তব্যে বলেন, হাসিনা ও মো‌দির নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হয়েছে।  

‌রেল স‌চিব ফিরোজ সালাউ‌দ্দিন বলেন, আমরা প্রস্তাব করে‌ছি য‌দি ই‌মিগ্রেশন এবং কাস্টমস ঢাকায় সম্পন্ন করা যায় তাহলে চারঘণ্টা সময় বাঁচবে যাত্রীদের।  

বর্তমানে রেলে ৯৮ ভাগ শি‌ডিউল রক্ষা করতে পার‌ছি বলেও জানান স‌চিব।
বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।