ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

নারী, শিশু, বয়োজ্যেষ্ঠদের জন্য ডিএমপির পানি বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
নারী, শিশু, বয়োজ্যেষ্ঠদের জন্য ডিএমপির পানি বিতরণ ডিএমপির বিশুদ্ধ পানি বিতরণ- ছবি- ডি এইচ বাদল

ঢাকা: বর্ষবরণ অনুষ্ঠান উপলক্ষে নারী, শিশু, বয়োজ্যেষ্ঠদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রমনা বটমূলের বর্ষবরণ চত্বরে একটি বুথ, রমনা পার্কের জামতলায় একটু বুথ ও সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দিরের পাশে একটি; এ মোট তিনটি বুথে চলছে খাবার পানি বিতরণ। এক্ষেত্রে বোতলজাত পানি বিতরণ করা হচ্ছে।

রমনা বটমুলের বুথে দায়িত্বরত পুলিশ সদস্য মো. মামুন বাংলানিউজকে বলেন, সকাল থেকেই অনেক মানুষের সমাগম। এতে শিশু থেকে প্রবীণ সব বয়সী মানুষের আগমন ঘটেছে। শিশু, নারী ও বয়স্কদের এক্ষেত্রে সমস্যা বেশি হয়। তাই তাদের জন্য বোতলজাত বিশুদ্ধ খাবার পানি বিতরণ করছে ডিএমপি।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।