শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
এসময় তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাসের চাপ বাড়তে থাকে।
এ কারণে পারাপারের অপেক্ষায় ঘাট এলাকায় ট্রাকের চাপ বেড়ে যায়। পরে শুক্রবার ভোরে বাসের চাপ কমে গেলে ট্রাক পারাপার শুরু হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকায় ৩০-৪০টি বাস ও ১৬০-১৭০টির মতো পণ্যবাহী ট্রাক পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান নৌ-পুলিশের এ ইনচার্জ।
তবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ৬০-৭০টি ট্রাক নদী পারাপারের অপেক্ষায় থাকলেও সিরিয়ালে কোনো বাস বা ছোট গাড়ি নেই বলে বাংলানিউজকে জানান দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক খোরশেদ আলম।
বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
জেডএস