নজিব বলেন, ক্রেতা খারাপ নেই। তবে দাম শুনে নিতে চাইছে না।
পহেলা বৈশাখের সকালে শুক্রবার স্টামফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাহাত ও জুয়েল এসেছেন ইলিশ কিনতে। বলেন, ভাবলাম এ গরমে দুপুরের অাগে বের হবো না। ইলিশ না খাওয়ার প্রধানমন্ত্রীর অনুরোধ সম্পর্কে অবগত অাছেন জানিয়ে বলেন, মেস বাসায় বন্ধুরা মজা করে খাবো। তবে একটি ইলিশ নিলে ৫৫০ থেকে ৭০০ টাকা পর্যন্ত চাইছে। তবে মাছগুলো সবই ছোট আর কাটলে তিনজনেও এক পিস করে খাওয়া যাবে কিনা সন্দেহ!
মাছের বাজার ঘুরে দেখা যায়, তৃতীয় গলিতেই ইলিশের বাজার। এক বিক্রেতা তাজা ইলিশ বলে হাঁকছেন। আগের ইলিশগুলোর চেয়ে আকারে একটু বড় ইলিশগুলোর দাম ৬৫০ টাকা প্রতি পিস এবং হালি ২৫০০ টাকা দাম বলছেন।
তবে এই বিক্রেতা সোবহান বলেন, যেই দাম মানুষ কিনবো কেমনে! আর এবার এমনিতেই ইলিশের ক্রেতা কম। গত পহেলা বৈশাখেও ইলিশ মাছের বিক্রি ছিল কম।
উল্লেখ্য, প্রজনন মৌসুম চলাতে ইলিশের সরবরাহ নিশ্চিত করতে, পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ০৮৫১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
এমএন/আরআই